ঢাকা টেস্টে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

- আপডেট সময় : ০২:১৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ঢাকা টেস্টে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৭ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। ২৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগারদের সবশেষ সংগ্রহ ২ উইকেটে ৭৫ রান।
মিরপুরে ৩ উইকেটে ৪১ রান নিয়ে দিন শুরু করে সফরকারীরা। ৯ রান যোগ হতে আবু জায়েদের এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন নাইটওয়াচম্যান জোমেল ওয়ারিকান। প্রথম টেস্টের নায়ক কাইল মেয়ার্স রাহী’র দ্বিতীয় শিকারে পরিণত হন। এরপর তাইজুলের ঘূর্ণিতে একে একে ফেরেন জারমেইন ব্লাকউড, জসুয়া সিলভা ও আলজারি জোসেফ। সর্বোচ্চ ৩৮ রান করা এনক্রুমাহ বোনার, নাঈমের শিকার। শেষ ব্যাটসম্যান হিসেবে রাকিম কর্নওয়ালকেও ফিরিয়েছেন নাঈম। তাইজুল ৪ আর নাঈম নেন ৩ উইকেট। ২৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক তামিম ও সৌম্য। এ দু’য়ের ৫৯ রানের জুটি ভাঙ্গে সৌম্য’র ১৩ রানের বিদায়ে। তামিমও ফিরেছেন ক্যারিয়ারের ২৮তম ফিফটি করে। প্রথম ইনিংসে ক্যারিবিয়দের সংগ্রহ ৪০৯ রান। জবাবে বাংলাদেশ করেছে ২৯৬। দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।