ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় দুই কলেজছাত্র নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ভূঞাপুর লিং রোডে বাসচাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছে।
দুপুরে, তিন বন্ধু মোটরসাইকেলে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে সেখানেই ইমন মিয়া নিহত হয়। পরে আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নোয়া হলে আরো একজনের মৃত্যু হয়। ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।
অন্যদিকে, মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংর্ঘষে একটি প্রাইভেটকার আগুনে পুড়ে যায়। এঘটনায় দুই গাড়ির চালকসহ আহত হয়েছে চারজন। ভোর সাড়ে ৬ টার দিকে শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা হয়।