ঢাকা কলেজ শিক্ষার্থীদের ১০ দফা দাবি মেনে নিউমার্কেটে চলছে বেচাকেনা
- আপডেট সময় : ০২:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
তিনদিন পর আজ থেকে চালু হয়েছে নিউমার্কেট। রাতভর দফায় দফায় বৈঠকের পর শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে, নিউমার্কেট সংঘর্ষে আহত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন একজন মারা গেছেন। এ নিয়ে এই সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই এ। সংঘর্ষের ঘটনায় তিন মামলা হয়েছে। তিন মামলায় নামসহ অজ্ঞাত আসামি অন্তত ১২০০ জন।
গেলো দুদিনে দফায় দফায় সংঘর্ষ।তার সমাধানেও ধারাবাহিক বৈঠক একের পর এক। এমন পরিস্থিতিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন ডাকে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি রমনা জোনের পুলিশের ডিসি, এডিসির প্রত্যাহারসহ ১০ দফা।
এখানেই সুরাহা হয়নি। আবার বৈঠক বসে মধ্যরাতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে। অংশ নেন স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়, ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা কলেজ কর্তৃপক্ষ। সমাধানে পৌঁছাতে তারা সময় নেন দীর্ঘ চার ঘণ্টা।
বৈঠকের পর শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়ার আশ্বাসের কথা জানান মাউশির মহাপরিচালক। সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার সকাল থেকে খোলা থাকবে নিউ মার্কেটসহ আশপাশের মার্কেটগুলো।
এসময় সাংবাদিকদের অধ্যক্ষ নেহাল আহমেদ জানান, শিক্ষার্থীসহ সকল আহত এবং নিহতদের পরিবারের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দল দেখা করবে এবং একই সঙ্গে তাদের আর্থিক সহযোগিতা দেবে।
আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ছাত্রদের অভিযোগের বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, রমনা জোনের ডিসি, এডিসি ও নিউমার্কেট থানার ওসির বিরুদ্ধে ফর্মাল তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে বেশকিছু পদক্ষেপ নেয়ার কথা জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।
গত সোমবার মধ্যরাতে নিউমার্কেটের দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এর জেরে মঙ্গলবার দিনভর ওই এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে পড়ে আহত এক পথচারী পরে মারা যান। আহত একজন মারা গেছেন ঢাকা মেডিকেলে।










