ড্রাগন ফল চাষ করে সাতক্ষীরায় সাড়া ফেলেছেন শাহীন
- আপডেট সময় : ০৯:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৮২৬ বার পড়া হয়েছে
ড্রাগন ফল চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন সাতক্ষীরার শাহীনুর রহমান শাহীন। প্রায় ২ কোটি টাকা খরচ করে ২০ বিঘা বিলের জমিতে ড্রাগন ফলের আবাদ করেছেন। তরুণদের জন্য সৃষ্টি করেছেন কর্মসংস্থান। চলতি বছর ৫০ লাখ টাকার ফল বিক্রি হবে এমনই প্রত্যাশা তার। কৃষি বিভাগ জানান, অল্প খরচে লাভ বেশি হওয়ায় বিদেশি এই ফল চাষে আগ্রহী হয়ে উঠেছে অনেকে।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার তরুলিয়া গ্রামের এক সফল উদ্যোক্তা শাহীনুর রহমান। পেশায় সফটওয়্যার প্রকৗশলী। দুই বছরে ২০ বিঘা জমিতে ২০ হাজার চারা রোপন করেন তিনি। খরচ প্রায় দু’কোটি টাকা। ১০ বিঘা জমিতে রোপনের প্রথম বছরেই ফল আসে গাছে। পরের বছর আরও ১০ বিঘা জমিতে চাষবাদ শুরু করেন। এখন প্রতি মাসে বাগান থেকে দেড় থেকে দুই হাজার কেজি ড্রাগন ফল বিক্রি করছেন।
মিডিয়া সওয়ার এগ্রো ফার্মের মালিক শাহিন বলেন, অত্যাধুনিক পাইপ লাইনে বসিয়ে চাষাবাদ শুরু করেন। এক বছরের ব্যবধানে তার বাগানটি জেলার সর্ববৃহৎ বাগানে রুপান্তরিত হয়। সাফল্য দেখে ড্রাগন ফলের বাগান করতে আগ্রহ বেড়েছে মানুষের। তার বাগানে কাজ করে আর্থিক ভাবে স্বাবলম্বীও হয়েছেন অনেকে।
সিসি ক্যামেরার মাধ্যমে বাগানের কার্যক্রম নিয়ন্ত্রণ করেন তিনি।
দেশের চাহিদা মিটিয়ে, বিদেশেও ড্রাগন ফল রপ্তানি করতে চান এই উদ্যোক্তা।
প্রতি বছরই এলাকায় ড্রাগন ফলের চাষ বাড়ছে বলে জানান কৃষি বিভাগ।
এ বছর সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় ১০ হেক্টার জামিতে ড্রাগন ফলের চাষ হয়েছে।





















