ড্যান্ডি বা গাম নামক নেশায় বিভোর ফেনীর শতাধিক পথশিশু

- আপডেট সময় : ০৪:২৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
ড্যান্ডি বা গাম নামক নেশায় বিভোর ফেনীর শতাধিক পথশিশু। নেশার টাকার জোগাড়ে তারা জড়িয়ে পড়ছে চুরি ছিনতাই সহ নানা অপরাধে। তবে পুলিশের দাবী আসক্তদের নিবৃত্ত করতে চলছে অভিযান।
পথশিশু ফারুক হোসেন বন্ধুদের পরিচয়ের সূত্রে ড্যান্ডি-আঠার নেশায় আসক্ত হয়। তারমতো অনেকের প্রতিদিন ২ থেকে ৩ কৌটা ড্যান্ডি আঠার নেশা করছে। অথচ এই সময়টায় তাদের পড়ালেখা কিংবা স্কুলে যাওয়ার বয়স।আঠাগুলো তারা পলিথিনে রেখে শ্বাস টানার মাধ্যমে নেশা করছে।
নেশার টাকা জোগাতে জড়িয়ে পড়ছে চুরি ছিনতাইয়ের মতো নানা অপরাধে। টার্গেট করে হানা দিচ্ছে শহরের বিভিন্ন জায়গায়।
জেলা স্বাস্থ্যবিভাগের তথ্য মতে, ড্যান্ডি হলো একপ্রকার গ্লু গাম বা আঠা জাতীয় পদার্থ। এটি সাধারণ তাপমাত্রায় সহজেই বাষ্পে পরিণত হয়। এতে শারীরিক ব্যপক ক্ষতি হচ্ছে তাদের।
ইতোমধ্যে বিষয়টি জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। মাদকাসক্ত শিশুদের নিয়ে নতুন পরিকল্পনার কথা জানান পুলিশ সুপার।
পথশিশুদের রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক সচেতনতা জরুরী বলে মনে করছেন বিশিষ্টজনরা।