ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপাকে দুদকের মুখোমুখি হতেই হবে

- আপডেট সময় : ০৭:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দুদকের তলব করা নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার রিট আবেদন খারিজ করে দেয়া রায় প্রকাশ করেছে হাইকোর্ট। এর ফলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপাকে দুদকের মুখোমুখি হতেই হবে। জিকে শামীমের কাছ থেকে ঘুষ নিয়ে জামিন করানোর বিষয়ে ব্যাখ্যা দিতেই দুদক রূপাকে তলব করেছিলো।
গত ৩ ডিসেম্বর বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ে বলা হয়, দুর্নীতির অভিযোগ আসলে সরকারি কর্মকর্তাসহ যে কোনও ব্যক্তিকে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারবে। এর ফলে তাকে দুদকের তলবে হাজির হতেই হবে বলে জানিয়েছিলেন আইনজীবীরা। এর আগে জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ লোপাটসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। গত ২৯ অক্টোবর রুপাকে তলব করে দুদকের নোটিশ দেয়া হয়।