ডেনমার্কের প্রধানমন্ত্রী হামলার শিকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ১৭৬৭ বার পড়া হয়েছে
হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। রাজধানী কোপেনহেগেনের রাস্তায় প্রকাশ্যেই তার ওপর হামলার এই ঘটনা ঘটে।
শহরের কেন্দ্রস্থলে একটি চত্বরে তার ওপরে এই হামলার ঘটনা ঘটে। ডেনমার্কের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনকে শুক্রবার সন্ধ্যায় কোপেনহেগেনের কুলটোরভেটে একজন ব্যক্তি আঘাত করেন, যাকে পরে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
প্রধানমন্ত্রী এই ঘটনায় হতবাক হয়েছেন। তবে হামলার উদ্দেশ্য ঠিক কী ছিল সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এদিকে প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদ মাধ্যমগুলো কে জানায়, ‘একজন লোক বিপরীত দিক দিয়ে এসে প্রধানমন্ত্রীর কাঁধে সজোরে ধাক্কা দেয়, যার ফলে তিনি একপাশে পড়ে যান।’ এর আগে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর ওপরও প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছিল।