ডেঙ্গু প্রতিরোধে স্বপ্নের উদ্যোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
দেশে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে দুই দশকের বেশি সময় ধরে। তবে চলতি বছর কিছু রোগীর মৃত্যু হয়েছে। এবার যত সময় ধরে এর প্রকোপ চলছে, তাওদেখা যায়নি আগে। তাই ডেঙ্গু প্রতিরোধে দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ ভিন্ন এক উদ্যোগ নিলো।
মশানিধন জাতীয় বেশকিছু পণ্যে ডিসকাউন্ট দিয়ে পণ্য বিক্রি শুরু করেছেন প্রতিষ্ঠানটি। জানা যায়, এসিআই এরোসল স্প্রে ৪৭৫ মি.লি. পণ্যে থাকছে৩০ টাকা সাশ্রয়।
এছাড়া হিট এরোসল স্প্রে ৪০০ মি.লি. পণ্যে ৫০% ছাড়, গুডনাইট অ্যাডভান্স একটিভ ৪৫ মি.লি. পণ্যে ২ রিফিল প্যাকে ৬০ টাকা সাশ্রয়, ভ্যাসলিনমসকিউটো ডিফেন্স লোশন ৫০ বা ১০০ মি.লি. পণ্যে ১০/২০ টাকা সাশ্রয় এবং ঈগল পাওয়ার মেগা কয়েল ২ টি কিনলে থাকছে ১ টি ফ্রি।
নিকটস্থ স্বপ্ন আউটলেটে অফারগুলো চলবে স্টক থাকা অবধি।