ডিসেম্বরের মধ্যে দলের জাতীয় সম্মেলন করা হবে : শেখ হাসিনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
আগামী ডিসেম্বরের মধ্যে দলের জাতীয় সম্মেলন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান। শেখ হাসিনা তার সূচনা বক্তব্যে বলেন, ‘নির্বাচনে জয়ী হয়ে ঘোষিত ইশতেহারের প্রতিশ্রুতি আওয়ামী লীগ সরকার ভুলে যায় না। প্রতিবারের বাজেটে সেই ইশতেহার অনুযায়ী অর্জন বিবেচনা করা হয়। সভার শুরুতে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, ১৫ আগস্টের শহিদ ও প্রয়াত উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও সবার আত্মার মাগফেরাত কামনা করা হয়।