ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে সেল্ফ সেন্সরশীপে বাধ্য হচ্ছেন গণমাধ্যমকর্মীরা : জিএম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মত নির্বতনমূলক আইনের কারণে সেল্ফ সেন্সরশীপে বাধ্য হচ্ছেন গণমাধ্যমকর্মীরা। ফলে বাড়ছে অনিয়ম ও দুর্নীতির মতো অপরাধ। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বিকেলে জাতীয় সাংবাদিক ঐক্য এনইউজে-র সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। বনানীতে জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত মতবিনিময়ে জাপা চেয়ারম্যান আরো বলেন, গেল ২ বছরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ১০৮টি মামলায় ২০৮ জন সাংবাদিককে আসামী করা হয়। আইনটিকে স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা মন্তব্য করে তিনি তা সংশোধনের দাবী জানান। এর আগে আহ্বায়ক দেলোয়ার জালালীর নেতৃত্বে এনইউজে-র রংপুর জেলা কমিটি- জাতীয় পার্টি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।