ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফজলে এলাহী আদালতে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার এনটিভির রাঙামাটি জেলা করেসপনডেন্ট ফজলে এলাহীকে আদালতে নেয়া হয়েছে। সকাল ৯টার দিকে তাকে জেলা আদালতে নেয়া হয়।
দুপুরে তাকে আদালতে তোলার কথা রয়েছে। নাজনীন আনোয়ারের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হন ফজলে এলাহী। থানা সূত্রে জানা গেছে, ২০২১ সালে ডিসি পার্কের মালিকানা নিয়ে সংবাদ প্রচার করায় এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার। পুলিশ অভিযোগ তদন্তের অনুমতি চাইলে আদালত অনুমতি প্রদান করে। পরে ওয়ারেন্ট ইস্যুর পর গতসন্ধ্যায় শহরের এডিসি হিলের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাকে।