ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক তানভীর হাসান তানুকে জামিন দিয়েছে আদালত।
দুপুরে তদন্ত কর্মকর্তা- ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তকে হাজির করে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ড না মঞ্জুর করে জামিন দেয়। গত ৫ই জুলাই ঠাকুরগাঁও সদর হাসপাতালে বরাদ্দকৃত অর্থের চেয়ে কম মূল্যের খাবার নিয়ে রিপোর্ট করেন ইনডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিবেদক তানভীর হাসান। এছাড়া, দুটি সংবাদপত্র ও দুটি অনলাইন নিউজ পোর্টালেও এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। এ সংবাদকে ভিত্তিহীন দাবি করে টিভি রিপোর্টার, পত্রিকা ও নিউজ পোর্টাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. মোহাম্মদ নাদিরুল আজিজ।