ডিএসসিসি’র খালগুলোতে প্রাকৃতিক পানি প্রবাহ নিশ্চিত করা হবে : তাপস
- আপডেট সময় : ০৮:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খালগুলোতে প্রাকৃতিক পানি প্রবাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, বর্ষার আগেই সিটির রাস্তা খোঁড়াখুড়ির কাজ শেষ করতে হবে। সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা নগরবাসীর জন্য স্বস্তিদায়ক করে তোলা হবে বলেও আশ্বাস দেন তিনি। সকালে নগরের বেশ কিছু এলাকা পরিদর্শন করে এমন আশ্বাস দেন ঢাকা দক্ষিণের মেয়র।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, রাস্তা, খালসহ নগরের বেশ কিছু এলাকা পরিদর্শন করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শুরুতে দক্ষিণ বনশ্রীর রাস্তাগুলো পরিদর্শন করেন। এ সময় রাস্তাগুলোর কাজ বহুদিন বন্ধ থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের হুশিয়ার করে দ্রুত তা শেষ করার তাগিদ দেন মেয়র।
পরে যাত্রাবাড়ী কাঁচা বাজার, মৎস্য আড়তসহ বেশ কিছু এলাকা পরিদর্শন করেন তিনি । কাপ্তান বাজার এলাকায় সড়ক সংস্কার কাজ পরিদর্শন করে সাংবাদিকদের সাথে কথা বলেন তাপস ।
সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা নগরবাসীর জন্য স্বস্তিদায়ক করে তোলা হবে বলেও জানান তিনি।
চলমান কাজে গতি আনতে প্রতি বুধবার দক্ষিণ সিটির বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন বলেও জানান মেয়র তাপস।
















