ডিইউজের একাংশের নব-নির্বাচিত কমিটির আগামী দু’বছরের জন্য দায়িত্ব গ্রহণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের একাংশের নব-নির্বাচিত কমিটির সদস্যরা আগামী দু’বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে সদ্য বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নব-নির্বাচিতরা। এসময় সংগঠনের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জেহাদসহ নব-নির্বাচিতদের ফুল দিয়ে গ্রহণ করেন সংগঠনের সদস্যরা। এসময় নব-নির্বাচিত নেতারা তাদেরকে নির্বাচিত করায় সংগঠনের সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি গণমাধ্যমে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সদস্যদের স্বার্থে কাজ করার কথাও জানান তারা। এছাড়া অধিকার বঞ্চিত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।