ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে নেত্রকোণার পূর্বধলা থানায় অভিযোগ দায়ের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে নেত্রকোণার পূর্বধলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রতন বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। পূর্বধলা থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে হেফাজতে ইসলামের হামলা-ভাংচুর এবং হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্টকাণ্ডের পর ছাত্র অধিকার পরিষদের নেতা নূর ফেইসবুক লাইভে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধর্ম নিয়ে সমালোচনা করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। গেল ১৪ এপ্রিল সন্ধ্যায় তার ফেইসবুক লাইভে নুর উস্কানিমূলক ও রাষ্ট্র বিরোধী বক্তব্যে দেন।























