ডাকসু নির্বাচনে পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল ও ছাত্রশিবির প্রার্থীদের

- আপডেট সময় : ০৪:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫২২ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোট দিতে আসছেন শিক্ষার্থীরা। তাদের মতে, যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতেই ভোট দিচ্ছেন তারা। এদিকে, আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রার্থীরা।স্বাভাবিক রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি।
চলছে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। সকাল আটটা থেকেই লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। চলবে বিকেল চারটা পর্যন্ত।
শিক্ষার্থীরা বলছেন, ডাকসু নির্বাচন হবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার পাশাপাশি স্বাধীনভাবে ভোট দিতে পারায় সন্তুষ্ট তারা।
অধিকাংশ ভোট কেন্দ্রে রয়েছে শান্তিপূর্ণ পরিবেশ। তবে প্রার্থীদের মধ্যে সামান্য বাকবিতণ্ডা ও একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ আছে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যৌথভাবে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী। ফলাফল পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন শিক্ষার্থীরা।