ডা. মুরাদকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে ছাত্র অধিকার পরিষদ।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসুচি করে সংগঠনটি। এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। বক্তারা বলেন, নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দিয়ে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন ডা. মুরাদ। তাকে শুধু মন্ত্রিসভা থেকে বাদ দিলেই দায়মুক্তি পাওয়ার সুযোগ নেই। আদালতকে ব্যবহার করে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামীদের ছাড় দেয়ার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন বক্তারা। এমন কোন ঘটনা ঘটলে ছাত্র অধিকার পরিষদ ফের আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন তারা।