ডা. জাফরুল্লাহর উচ্চ আদালত ঘেরাওয়ের ঘোষণা আদালত অবমাননার শামিল : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
সাজাপ্রাপ্ত বন্দীদের মুক্ত করতে ডা. জাফরুল্লাহর উচ্চ আদালত ঘেরাওয়ের ঘোষণা আদালত অবমাননার শামিল বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সচিবালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় বিএনপি নেতাদের সমালোচনার জবাবে তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে সারাদেশের মানুষ উল্লসিত। অথচ বিএনপি অপ্রাসঙ্গিক কথা বলছে। তিনি বলেন, তাদের নেতাদের চিকিৎসা দরকার। পদ্মা সেতু এখন বিএনপির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে ডা. জাফরুল্লাহর পূর্ণিমা রাতে পদ্মা সেতু দেখতে যাওয়ার ইচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন ড. হাছান মাহমুদ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মুজিব শতবর্ষ নিয়ে লেখা বইগুলো বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন মন্ত্রী।