ড. ইউনূসের পক্ষে যারা বিবৃতি দিয়েছেন তারা দেশের বিচার ব্যবস্থাকে অবমাননা করেছেন : ড. আখতারুজ্জামান

- আপডেট সময় : ০৮:১৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯৬৮ বার পড়া হয়েছে
ড. ইউনূসের পক্ষে যারা বিবৃতি দিয়েছেন তারা দেশের বিচার ব্যবস্থাকে অবমাননা করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান। বাংলাদেশের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের প্রতিবাদে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। ভিসি বলেন, বিবৃতিদাতারা নীতিজ্ঞানহীন মানুষ। তারা অর্থের বিনিময়ে লবিস্ট হিসেবে কাজ করেন।
ডক্টর মুহাম্মদ ইউনূসের মামলার বিচার বন্ধে ১৬২ জন বিশিষ্ট বিদেশি নাগরিকের বিবৃতির প্রতিবাদে অপরাজেয় বাংলায় মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির নেতারা অভিযোগ করেন, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। ড. মুহাম্মদ ইউনূস নিজের স্বার্থ উদ্ধারে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূতি নষ্ট করেছেন।
ভিসি অধ্যাপক ড. আক্তারুজ্জামান বলেন, চাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না। দেশের বিচার ব্যবস্থা তার নিয়মেই চলবে।
সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে ডক্টর ইউনুস তার বিদেশি বন্ধুদের নিয়ে নতুন ছক আকা শুরু করেছে। তাই প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে এসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তাঁরা।