ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন
- আপডেট সময় : ০৫:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নির্বাচনী সহিংসতার ঘটনায় পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসক মাহাবুব রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, বিষয়টি সুষ্ঠু তদন্ত শেষে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আর আগামী ৭ দিনের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়েছে। শোক সন্তপ্ত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে। সেই সঙ্গে তাদের সব সরকারি সুযোগ-সুবিধা দেয়ার কথা বলা হয়েছে। জেলা পুলিশ সুপার জানান, নির্বাচনে কেন্দ্রের ফলাফল শেষে যখন তারা কেন্দ্র ত্যাগ করছিল তখন পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকরা পুলিশের মোবাইল টিম ও সদর সার্কেলের ওপর আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেও পরিস্থিতি শান্ত না হলে জান-মালের রক্ষার্থে পুলিশ চার রাউন্ট রাবার বুলেট ছুঁড়ে। এ সময় আট মাস বয়সী শিশুটি মারা যায়। ময়নাতদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে সুরাইয়াকে দাফন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বাচোর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ভাংবাড়ি ভি.এফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।




















