ঠাকুরগাঁওয়ে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে এলজিইডি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে “মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” শ্লোগানে মাসব্যাপী গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে এলজিইডি।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: শাহারুল আলম মন্ডল জানান, সদর উপজেলার ৪৫ কিলোমিটারসহ পুরো জেলায় মোট ১২৫ কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে। গত ১লা অক্টোবরে ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র পক্ষ থেকে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন উদ্বোধন করা হয়। দুপুরে সদর উপজেলার ঠাকুরগাঁও রোড থেকে ভাউলারহাট সড়কের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো: মুসা, সদর উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন।