‘ট্রান্সফরমেটিভ লিডার অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন তাজদিন হাসান
- আপডেট সময় : ০২:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ১৫০৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি-সুট অ্যাওয়ার্ডসে ‘ট্রান্সফরমেটিভ লিডার অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত হলেন তাজদিন হাসান। দেশের করপোরেট অঙ্গনে নেতৃত্ব, উদ্ভাবন ও রূপান্তরমূলক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
মিডিয়া ইন্ডাস্ট্রির সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ে তাজদিন হাসান দ্য ডেইলি স্টারের ব্যবসায়িক রূপান্তরকে নেতৃত্ব দিয়েছেন কৌশলগত দূরদর্শিতা, উদ্ভাবনী উদ্যোগ ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে। গত তিন বছরে তিনি ডিজিটাল ট্রান্সফরমেশনের দিকনির্দেশনা দেন, আধুনিক ব্যবসায়িক প্রক্রিয়া চালু করেন এবং টানা তিন বছর ডিজিটাল আয়ের প্রবৃদ্ধি নিশ্চিত করেন। পাঠক সম্পৃক্ততা বাড়ানোর তার নানা উদ্যোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বিশ্বখ্যাত ‘ওয়ান-ইফরা (ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স)-এ, যা অডিয়েন্স-ফার্স্ট গ্রোথ ও কনটেন্ট উদ্ভাবনে তার সফলতার উদাহরণ।
তবে তাজদিনের রূপান্তরমূলক নেতৃত্বের প্রভাব কেবল ব্যবসার ভেতরেই সীমাবদ্ধ নয়, সমাজেও এর বাস্তব অবদান রয়েছে। দেশের আপস্কিলিং গ্যাপ কমাতে ও তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে তিনি দ্য ডেইলি স্টারের এডটেক ভার্টিক্যাল কিরণ চালু করেন। কিরণের সিওও হিসেবে তার নেতৃত্বে মাত্র দুই বছরে প্লাটফর্মটি ৬০ হাজার শিক্ষার্থীকে যুক্ত করেছে এবং উল্লেখযোগ্য সামাজিক প্রভাব তৈরি করেছে।
ব্যবসায়িক বৈচিত্র্যকরণ, স্কেলেবিলিটি ও মিডিয়ার টেকসই ভবিষ্যৎ গঠনে অবদানের জন্য কিরণ আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছেন, বিশেষ করে ইনমার (ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন) স্বীকৃতি অর্জন করে, যেখানে এটি শীর্ষস্থানীয় বৈশ্বিক মিডিয়া হাউজগুলোর সঙ্গে তালিকাভুক্ত হয়েছে।




















