ট্রান্সফরমারের তার চুরি চক্রের ২ সদস্য গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ১৭৮৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় ট্রান্সফরমারের তার চুরি চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ তামার তার ও তার কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়। ভালুকা থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বন্ধ ফ্যাক্টরি থেকে কৌশলে ট্রান্সফরমারের তার চুরি করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কাঠালী এলাকা থেকে চক্রের সদস্য লালচাঁন বাবু ও ইব্রাহিমকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদেরকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।