ট্রাকে আমের ক্যারেটের ভেতরে অভিনব কায়দায় সাজানো ৮শ’ বোতল ফেনসিডিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
রাজশাহীতে আমের ক্যারেটের ভেতরে ফেনসিডিল বোঝাই ট্রাক জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় ট্রাকের চালকসহ দুজনকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক খায়রুল ইসলামের নেতৃত্বে একটি টিম চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা মহাসড়কের কাশিয়াডাঙ্গা এলাকায় অবস্থান নেয়। পরে তারা সন্দেহভাজন ট্রাকটির গতিরোধ করে তল্লাশি চালান। ট্রাকে আমের ক্যারেটের ভেতরে অভিনব কায়দায় থরে থরে সাজানো অবস্থায় ৮শ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় ট্রাক চালক শেরপুরের মাসুদ ও গাজীপুরের আব্দুস সামাদকে আটক করা হয়।