টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ তিন ডাকাত নিহত
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:১১:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ১৬০৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ তিন ডাকাত নিহত হয়েছে। ভোরে হ্নীলা রঙিগালি গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে। এ সময় ১৮টি অস্ত্র ও বিপুল গুলি উদ্ধারের দাবি করে পুলিশ জানায়, এ ঘটনায় আহত হয়েছে ৪ কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদ পেয়ে ভোর রাতে রঙিখালিতে ডাকাতের আস্তানায় অভিযান চালায় পুলিশ। গহীন পাহাড়ে পৌঁছুলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাবার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে আহত হয় পুলিশের ৫ সদস্য। পরে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে ঘটনাস্থলে নিহত হয় ডাকাত ছৈয়দ আলম, নুরুল আলম এবং ছৈয়দ হোসেন। এ সময় ডাকাত গ্রুপের আস্তানা থেকে ১৮টি দেশি-বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। নিহত তিন ডাকাতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে।

 
																			 
																		























