টেকনাফে আ’রসার সামরিক কমান্ডারসহ ৬ সদস্য অ’স্ত্রসহ গ্রে’ফতার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
 - / ১৭৯২ বার পড়া হয়েছে
 
কক্সবাজারের টেকনাফ থেকে আরাকান স্যালভেশন আর্মি-আরসার সামরিক কমান্ডার নূর মোহাম্মদসহ ৬ আরসা সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে
রেব।
আটক নূর মোহাম্মদ আরসার সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানায় রেব। সকালে এক প্রেস ব্রিফিংয়ে রেবের পরিচালক খন্দকার আল মঈন বলেন, আরসার সামরিক কমান্ডার নূর মোহাম্মদকে টেকনাফের শামলাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে টেকনাফ বাহারছড়ার গহীন পাহাড়ি এলাকা থেকে দেশী-বিদেশী অস্ত্রসহ বাকিদের গ্রেফতার করা হয়। এসময় ১টি পিস্তল, ১টি বিদেশী রিভলবার, ১টি শর্টগান, ৪টি দেশি এলজি, ৩টি রামদা ও গোলাবারুদসহ ৭০ হাজার টাকা জব্দ করা হয়।
																			
																		















