টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ এক রোহিঙ্গা যুবক আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৬১৮ বার পড়া হয়েছে
কক্সবাজার টেকনাফ উপজেলার রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ হারুন নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।
সকালে উপজেলার নয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এপিবিএন সূত্র জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযানের পুলিশ সদস্যরা। এসময় একটি এলজি ও তিন ফুট ১০ ইঞ্চি লম্বার একটি তলোয়ারসহ মো. হারুনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ সাতটি মামলা রয়েছে।






















