টেকনাফ সেন্টমার্টিনে মখার তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
 - / ১৭৫৪ বার পড়া হয়েছে
 
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের পর কক্সবাজার উপকূলে ক্ষতচিহ্ন ভেসে উঠেছে। আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা মানুষগুলোও যে যার বাড়িঘরে ফিরে গেছে।
জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। পর্যটকদের কাছে আকর্ষণীয় এ দ্বীপটি লণ্ডভণ্ড হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে দ্বীপের অধিকাংশ ঘরবাড়ি এবং স্থাপনা।কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে প্রাণহানি কিংবা বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও জেলায় প্রায় ১০ হাজার ঘরবাড়ি বিধস্ত এবং দুই হাজারের বেশি ঘরবাড়ি আংশিক বিধস্ত হয়েছে। দ্বীপে গাছ চাপায় এক নারীসহ অন্তত ৬ জন আহত হয়।
																			
																		















