টেকনাফ থেকে ‘ডাকাত দলের’ ৪ সদস্য আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দেশে তৈরি ৬টি অস্ত্র, ১০ রাউন্ড তাজা কার্তুজ ও অন্যান্য সরঞ্জামসহ টেকনাফ থেকে ‘ডাকাত দলের’ ৪ সদস্যকে আটক করেছে বিজিবি।
সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুমারী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবির দাবি, ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়। অভিযান টের পেয়ে চক্রের আর ৬/৭ ডাকাত পালিয়ে যায়। টেকনাফের ২-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, উলুমারি গ্রামে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে সর্দার নুরুল আমিনের বাড়িতে অবস্থান করছে– এমন খবর পান তারা। এরপর দেশীয় ৬টি অস্ত্র, ১০ রাউন্ড তাজা কার্তুজ ও অন্যান্য সরঞ্জামসহ ডাকাতদের আটক করা হয়।