টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সামরিক প্রতিনিধিদলের শ্রদ্ধা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
 - / ১৭১০ বার পড়া হয়েছে
 
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে সামরিক প্রতিনিধিদল।
পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া করেন তারা। ৮ সামরিক প্রতিনিধির সঙ্গে ছিলেন তাদের স্ত্রী-সন্তানরা। এসময় সামরিক প্রতিনিধিরা আলাদাভাবে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স এলাকা ঘুরে দেখেন। ডিজিএফআইয়ের মহাপরিচালক বলেন, বাংলাদেশে কর্মরত সামরিক প্রতিনিধিদের নিয়ে বার্ষিক ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তারা । পরে সামরিক দলটি বাগেরহাটের ষাটগম্বুজ ও সুন্দরবন ভ্রমণের উদ্দেশে রওনা হয়।
																			
																		













