টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন ধর্ম মন্ত্রাণালয়ে সচিব মো: নূরুল ইসলাম

- আপডেট সময় : ০৭:৩৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন ধর্ম মন্ত্রাণালয়ে সচিব মো: নূরুল ইসলাম।
সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় ৫৬০ মডেল মসজিদ প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, টুঙ্গিপাড়া উজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হোসেন তরফদার, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো: আনিসুজ্জামানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জে নির্মানাধীন মডেল মসজিদের চলমান কাজ পরিদর্শন করেন।