জাতির পিতার শাহাদাৎ বার্ষিকীতে টুঙ্গিপাড়ায় সমাধি সৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

- আপডেট সময় : ০১:৪৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ১৭০০ বার পড়া হয়েছে
জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। পরে বঙ্গবন্ধু সমাধি সৌধে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকমীরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বাষির্কীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান তারই কণ্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানালেন পিতার সমাধি সৌধে। এসময় সশস্ত্র বাহিনী একটি চৌকস দল গার্ড অব অনার দেন।
ছোট বোন শেখ রেহেনাসহ দলের নেতাকর্মীদের সাথে নিয়ে কিছু সময় সমাধির সামনে নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা।
পবিত্র কোরআন তেলাওয়াত করে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসজ সর্বস্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের।