টিসিবির পণ্য বিক্রিতে লাগামহীন দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তুলেছে রাজশাহী মহানগর বিএনপির নেতারা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
টিসিবির পণ্য বিক্রিতে লাগামহীন দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তুলেছে রাজশাহী মহানগর বিএনপির নেতারা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে অনশন কর্মসূচিতে তারা এ অভিযোগ করেন।
আরো বলেন, এ কারণে মানুষ এখন জীবিকার সংকটে পড়েছে। সকাল ১০টায় নগরীর ভুবনমোহন পার্কে শুরু হয় কর্মসূচি। এসময় বক্তারা বলেন, রমজানের আগেই দেশে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। অনশনে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা ও সদস্য সচিব মামুনর রশিদ। অনশন কর্মসুচি চলবে বিকেল তিনটা পর্যন্ত।










