টিসিবির পণ্য নিতে আসা ব্যক্তিকে ইউপি চেয়ারম্যানের কিল–ঘুষি

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ১৮২৮ বার পড়া হয়েছে
গাইবান্ধায় টিসিবির পণ্য কিনতে আসা এক অসচ্ছল ব্যক্তিকে মারপিটের ঘটনা ভাইরাল হয়েছে। এই কাণ্ড ঘটিয়েছেন গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেন।
ঘটনার সময় এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান মোসাব্বির ইউনিয়ন পরিষদে থাকা কিছু লোকজনকে বের করে দিচ্ছেন। এসময় গেটের কাছে দাঁড়িয়ে থাকা মোজাহিদুল ইসলাম নামের ওই দরিদ্র ব্যক্তিকে কিল-ঘুষি মারতে থাকেন চেয়ারম্যান। পরে মারপিটে আহত মোজাহিদুলকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।