টিসিবি ন্যায্য মূল্যের নিত্যপণ্য কিনতে এসে চরম ভোগান্তিতে স্বল্প আয়ের মানুষ

- আপডেট সময় : ০৮:০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
রাজধানীর বিভিন্ন এলাকায় টিসিবি ন্যায্য মূল্যের নিত্যপণ্য কিনতে এসে চরম ভোগান্তিতে পড়ছে স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ। নির্দিষ্ট সময়ে মালামাল নিয়ে নির্দিষ্ট পয়েন্টে পৌছাচ্ছেন না ডিলাররা। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও সব পণ্য পাওয়া যায় না বলে জানান ক্রেতারা। আর, ডিলারদের দাবি, সরবরাহের তুলনায় ক্রেতা বেশী হওয়ায় চাহিদা পূরণ করা যাচ্ছে না।
ঘড়ির কাটায় দুপুর পৌনে একটা। রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে, করোনা ঝুঁকি উপেক্ষা করে, ন্যায্য মূল্যের পণ্য কিনতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ।
নগরীর ৯০টি পয়েন্টে বিক্রি হয় টিসিবির পণ্য। নির্দিষ্ট সময় সকাল ১০টায় কোথাও কোনো পণ্যের ট্রাক আসেনা। প্রতিদিনিই বিড়ম্বনা পোহাতে হয় কিনতে আসা নিম্ন আয়ের মানুষের।
পণ্যের সিরিয়ালে কেউ করোনা প্রতিরোধে সামাজিক দুরুত্ব মানলেও বেশিরভাগই সচেতনতার অভাবে মানছেন না।
ক্রেতার বলেন, প্রায়ই ইচ্ছার বিরুদ্ধে প্রয়োজনের বাইরের পণ্যও কিনতে বাধ্য করেন ডিলাররা। পাশাপাশি তালিকায় থাকা সব পণ্য না পাওয়ার কথাও জানান তারা।
ক্রেতাদের অভিযোগের পাল্টা জবাব দেন ডিলাররা। বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম-তাই সবাইকে দেয়ার আগেই শেষ হয়ে যায়।