টিকা নিয়ে আগাম অপপ্রচার শুরু করছে বিএনপি: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৮:০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের টিকা নিয়ে আগাম অপপ্রচার শুরু করছে বিএনপি– এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে যে কোনো কাজকে প্রশ্নবিদ্ধ করাই তাদের রাজনীতি। এদিকে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা চাইলে তাদেরকে সবার আগে করোনা ভ্যাকসিন দেয়া হবে। দুপুরে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা।
বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, পরবর্তী ধাপের পৌরসভা নির্বাচনে বিদ্রোহী ও তাদের মদদদাতাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।
সরকারের যে কোন কল্যাণকর কাজের অন্ধ সমালোচনা ছাড়া বিএনপির অন্য কোনো সক্ষমতা নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।এদিকে, দুপুরে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ নেতাদের সঙ্গে বৈঠকের আগে করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাব দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপি নিজেরাই লুটপাটের দল, তাই সব কিছুকেই লুটপাটের চোখে দেখে তারা।