টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল আজ

- আপডেট সময় : ০২:৪৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল আজ। আবুধাবিতে রাত ৮টায় রণে নামনে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টানা তিনটি বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আগের দুই আসরেই ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেছে ব্লাকক্যাপসরা।
মূল পর্বের ৫টি ম্যাচের ৪টিতে জয় পেয়ে গ্রুপ-ওয়ান থেকে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড। এই জয়ের ধারা অব্যাহত রেখে ফাইনাল ম্যাচে নিজেদের জায়গা নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য মর্গানদের। আর ইংল্যান্ডকে হারিয়ে গত আসরের সেমিফাইনালে হারের ক্ষত মুছতে চায় নিউজিল্যান্ড। টি-টুয়েন্টিতে দু’দলের ২১ বারের দেখায় ইংলিশরা জিতেছে ১৩ টিতে আর কিউইরা জিতেছে ৭টিতে। এদিকে, ১১ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে উড়তে থাকা পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। অন্যদিকে ৫ ম্যাচের ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে সেমি নিশ্চিত করে অজিরা। দুবাইয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।