টি টুয়েন্টি বিশ্বকাপে নামিবিয়াকে ৬২ রানে হারিয়েছে আফগানিস্তান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
টি টুয়েন্টি বিশ্বকাপে নামিবিয়াকে ৬২ রানে হারিয়েছে আফগানিস্তান। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান তোলে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন শেহজাদ। তিন অভিজ্ঞ ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ে নামিবিয়াকে ১৬১ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা দারুণ করে আফগানিস্তান।পাওয়ার প্লেতে একটিও উইকেট হারায়নি তাঁরা। উল্টো তুলেছে ৫০ রান। দলীয় সপ্তম ওভারে প্রথম উইকেট হারায় তাঁরা। ৩৩ রান করে বিদায় নেন হজরতউল্লাহ জাজাই। ২৭ বলে তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও দুটি ছক্কা। জাজাইয়ের বিদায়ে ভাঙে ৫৩ রানের জুটি। জবাবে ব্যাট করতে নেমে নামিবিয়া ২০ ওভারে ৯ উইকেটে ৯৮ রান করে থামে।
















