টানা ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

- আপডেট সময় : ০৮:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টানা ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি বিকেল সাড়ে পাঁচটার দিকে গুলশানের বাসভবন- ফিরোজায় ফিরে আসেন। পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়া আপাতত ভালো আছেন। তার সুস্থতায় দোয়া চেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার আবারো পরামর্শ দিয়েছে চিকিৎসা বোর্ড।
করোনা পরবর্তী শারীরিক জটিলতা নিয়ে গেলো ১২ অক্টোবর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
দীর্ঘ ২৭ দিন চিকিৎসা শেষে রোববার সন্ধ্যায় গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফিরেন তিনি।
এসময় উৎসুক নেতাকর্মীরা ভীড় জমান হাসপাতালের সামনে।
পরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিদেশ উন্নত চিকিৎসায় আবারো পরামর্শ দেন চিকিৎসা বোর্ড।
বিগত কয়েক বছর ধরে বেগম খালেদা জিয়া ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, আর্থাইটিজ,চোখসহ নানা বার্ধক্যজনিত ভোগেন তিনি।
এছাড়া গেল ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে ৫৩ চিকিৎসা শেষে ১৯ জুন বাসায় ফিরলেও করোনা পরিস্থিতিতে কোনো পরীক্ষা-নিরীক্ষা না হওয়ায় আবারো অসুস্থ্য হন তিনি।