টানা তিনদিন পর ধর্মঘট প্রত্যাহার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
টানা তিনদিন পর ধর্মঘট প্রত্যাহার করলো বেসরকারী কন্টেইনার ডিপোতে কর্মরত ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইম মুভার চালক সমিতি।
দুপুরে চট্টগ্রাম বন্দরের সম্মেলন কক্ষে বন্দর কর্তৃপক্ষের মধ্যস্ততায় অফডক মালিকদের সংগঠন বিকডার সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে দাবি মেনে নেয়ার আশ্বাসে কর্মসুচী থেকে সরে আসার ঘোষণা দেন শ্রমিক নেতারা। গেল ২৬ ফেব্রুয়ারি সকাল থেকে নিয়োগপত্র প্রদান ও মজুরী কমিশন বাস্তবায়নের দাবিতে ধর্মঘট শুরু করেছিলেন ১৮ টি অফডকে কর্মরত পরিবহণ শ্রমিকরা। টানা তিন দিনের এই ধর্মঘটে স্থবিরতা নেমে আসে চট্টগ্রাম বন্দরে। বাধ্য হয়ে দুপুরে বন্দর ভবনে স্থানীয় এমপি এম এ লতিফকে মধ্যস্ততায় সবপক্ষকে নিয়ে বৈঠকে বসেন বন্দর চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল জুলফিকার আজিজ।






















