টানা তিন দিনের সরকারি ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত
- আপডেট সময় : ০৪:১৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
টানা তিনি দিনের সরকারি ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সাথে জেলার বিভিন্ন পর্যটন স্পটগুলোতেও স্থানীয়দের উপস্থিতিও বেশ লক্ষ করা যায়।
পরিবারের প্রিয় মানুষদের সাথে বালিয়াড়িতে দৌড়ঝাঁপ, সমুদ্র স্নান, মেরিন ড্রাইভ ভ্রমণ, সূর্যাস্ত দেখাসহ আনন্দমুখর সময় পার করছেন তারা। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, লাবণী, কলাতলী ও কবিতা চত্বর বীচ পয়েন্টে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি দেখা গেছে। এছাড়া বুকিং হয়ে আছে সাড়ে ৫ শতাধিক হোটেল-মোটেল। কোথাও তিল পরিমাণ ঠাঁই নেই বলে জানিয়েছেন হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতি।কক্সবাজার ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব টোয়াক এর নেতারা জানান, টানা তিনদিনের ছুটিতে ৩ লাখের অধিক পর্যটক এসেছে এ সমুন্দ্র সৈকতে।সম্প্রতি হোটেল-মোটেলের সবগুলো রুম বুকিং হয়ে গেছে সপ্তাহ আগে থেকেই।এদিকে পর্যটকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ।










