টানা এক বছর পর স্টেজে গাইতে উঠলেন রকস্টার জেমস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ১৬৬০ বার পড়া হয়েছে
টানা এক বছর পর স্টেইজে গাইতে উঠলেন রকস্টার জেমস।
মঙ্গলবার রাজধানীর একটি ক্লাবের নির্বাচন উপলক্ষে আয়োজিত কনসার্টে পারফর্মের মাধ্যমে টানা এক বছর পর গান গাইতে স্টেজে উঠলেন রকস্টার জেমস। করোনার কারণে অন্য সব কিছুর সঙ্গে সংগীতের কাজকর্মও বন্ধ ছিলো। এই সময়ে জেমস পুরো সময়টাই ঘরে ছিলেন। ফাঁকে মডেল ফটোগ্রাফী নিয়ে সময় কাটান। তিনি একজন সৌখিন ফটোগ্রাফারও। করোনার সময়ে ছবি তুলেছেন মডেল অভিনেত্রী জয়া আহসানের্। জয়া তার প্রতিবেশী। তাছাড়া বাকী সময়টা বাড়িতে অবস্থান করেন তিনি। ইতোমধ্যে করোনার টিকাও নিয়েছেন নগর বাউল জেমস।


























