টাঙ্গাইল সদর উপজেলার তোরাবগঞ্জ-শাহাযানী রাস্তার বেহাল অবস্থা

- আপডেট সময় : ০১:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ১৫৩০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে সদর উপজেলার চারাবাড়ী তোরাবগঞ্জ শাহাযানী রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় রয়েছে। সংস্কার না করায় দুর্ভোগ পোহাচ্ছে পশ্চিমঞ্চালের লাখ লাখ মানুষ। তবে কর্তৃপক্ষ দুর্যোগের কথা নিশ্চিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
শত শত খানাখন্দে সৃষ্ট গর্তগুলো যেনো এক একটি ছোট ছোট পুকুরে পরিনত হয়েছে চারাবাড়ী তোরাবগঞ্জ সড়কটি । প্রতিনিয়োতই যানবাহন বিকল হয়ে ঘটছে দুর্ঘটনা। আহত হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ।
টাঙ্গাইলে সদর উপজেলার চারাবাড়ী থেকে শাহাযানী পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল । সম্প্রতি বর্ষার পানিতে রাস্তাগুলো তলিয়ে ছোট খাটো পুকুরে পরিনত হয়ে একেবারেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প না থাকায় এই রাস্তা ব্যাবহার করেই জেলা শহরে আসতে হয় পশ্চিমাঞ্চলের লাখো মানুষকে।
তবে এলাকাবাসীর দূর্ভোগের কথা স্কীকার করে আবারও দ্রুত সময়ের মধ্যেই প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।
সড়কটি ব্যবহার করে উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ১০ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ জেলা শহরে যাতায়াত করে।