টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ
- আপডেট সময় : ০৬:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে।
টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নের কৃষ্ণ নগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূর-ই-খোদাকে মঙ্গলবার জেনারেল হাসপাতালে মুক্তিযোদ্ধার কোটায় চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান চিকিৎসকরা। সনদ জমা দেয়া, সিসিইউতে স্থানান্তর ও চিকিৎসায় দেরি এমন গড়িমসির মধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান ওই মুক্তিযোদ্ধা। চিকিৎসা অবহেলার অভিযোগ জানালে স্বজনদের অবরুদ্ধ করে হামলা চালায় হাসপাতাল কর্তৃপক্ষ। মরদেহ নিয়ে যেতেও বাধা দেয়া হয় বলে অভিযোগ ওঠে।
সাতক্ষীরার তালায় ৮ দিনের শিশু কন্যাকে পুকুরের পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে ‘মা’ শ্যামলী ঘোষের বিরুদ্ধে। ভোরে তালার রায়পুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
বরিশালে নিখোঁজের ৬দিন পর বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের ধানক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় বগুড়ার এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফেনীর ছাগলনাইয়া পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে মারপিটে কফিলউদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নেত্রকোনার কলমাকান্দায় শাহানা নামে একগৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার সদর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের নিজ বসত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
















