ঝিনাইদহের কালীগঞ্জে চুরি হওয়ার ১৫ ঘন্টার পর নবজাতককে উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে চুরি হওয়ার ১৫ ঘন্টার পর নবজাতককে উদ্ধার করেছে রেব।
সকালে কালীগঞ্জ শহরের নিশ্চিতপুর দাশপাড়া জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে বাচ্চাটিকে উদ্ধার করা হয়। রেব জানায়, শিশুটি দাশপাড়া জাহাঙ্গীর হোসেন বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্যে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জাহাঙ্গীর হোসেনের স্ত্রী প্রিয়া খাতুনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। সোমবার বিকেলে কালীগঞ্জের সেবা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে সিজারিয়ানের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন উপজেলার বলিদাপাড়া গ্রামের শাবানা খাতুন। ইফতারের পর ওই শিশুটিকে চুরি করে নিয়ে যায় এক নারী। এই ঘটনায় রেব বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন একটি মামলা দায়ের করে।

















