ঝিনাইদহে সাপের কামড়ে নানী ও নাতির মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
ঝিনাইদহে সাপের কামড়ে নানী ও নাতির মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন নব্বই উর্দ্ধো বয়সী বৃদ্ধা অতিরন নেছা ও তার নাতি তরিকুল ইসলাম। ভোররাতে বিষাক্ত সাপ প্রথমে তরিকুলকে ও পরে অতিরন নেছাকে ছোবল দেয়। শরীরে যন্ত্রনা শুরু হলে পরিবারের সদস্যরা প্রথমে তাদের স্থানীয় ওঝাঁদের কাছে নিয়ে গেলে ভোরে তরিকুলের মৃত্যু হয়। সকালে অতিরন নেছাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।