ঝিনাইদহে বিরল প্রজাতির ৪০ টি কচ্ছপ উদ্ধার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৪৩:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
 - / ১৮২৪ বার পড়া হয়েছে
 
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিরল প্রজাতির ৪০ টি কচ্ছপ উদ্ধার করেছে ৫৮ বিজিবি।
উপজেলার মাটিলা সীমান্ত থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ ভাবে বিরল প্রজাতির কচ্ছপ বাংলাদেশে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মাটিলা সীমান্ত এলাকায় অবস্থায় নেয় বিজিবি। সেসময় এক বাংলাদেশী ভারত সীমান্ত থেকে দেশে ঢোকার পথে তার গতিরোধ করলে কাছে থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাসী করে উদ্ধার করা হয় ৪০ টি বিরল প্রজাতির কচ্ছপ। পরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে কচ্ছপগুলো হস্তান্তর করা হয়।
																			
																		











