ঝিনাইদহে কর্মহীন হতদরিদ্র মানুষের ত্রাণের দাবিতে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ত্রাণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কর্মহীন হতদরিদ্র মানুষেরা।
সকালে শহরের হামদহ শেখপাড়া এলাকায় মানববন্ধন করেন তারা। এতে ত্রাণ না পাওয়া শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। এ সময় তারা বলেন, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হামদহ শেখপাড়া এলাকায় কয়েকশো পরিবার এখনও ত্রাণ পায়নি। দু’দফায় কয়েকজনকে ত্রাণ দেয়া হলেও তা একেবারেই অপ্রতুল। তারা ত্রাণের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তবে কাউন্সিলর বলেন, ব্যক্তিগত, সরকারি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সেখানে ত্রাণ বিতরণ করা হয়েছে।