ঝিনাইদহে করোনার সংক্রমন প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহে করোনার সংক্রমন প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।
সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসন জানায়, জেলায় করোনার সংক্রমন রোধে মানুষকে সচেতন করার জন্য শহরের পায়রা চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুরসহ ৫টি স্থানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এসময় মাস্ক না পড়া, স্বাস্থ্য বিধি না মানার অপরাধে ৫ শতাধিক মামলায় ১ লাখ টাকা জরিমানা আদায় করে বিচারক। এ সময় বিতরণ করা হয় মাস্কও।