ঝিনাইদহে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা ও দারিদ্রতা নির্মূলে আদিবাসী ও গ্রামীণ নারীর অবদানই মূখ্য’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে।
এ্যাকশন এন ডেভেলপমেন্টের জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ মোকাবিলা প্রকল্পের আয়োজনে সকালে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি রেলী বের করা হয়। রেলীটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ বিভাগের কর্মকর্তাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তারা, গ্রামীণ নারীদের অধিকার রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
















